গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন আর ‘না’ দিলে কী পাবেন না

অনলাইন ডেস্কঃ
Jan 3, 2026 - 14:54
 0  3
গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন আর ‘না’ দিলে কী পাবেন না

‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’—এই স্লোগানকে সামনে রেখে গণভোট বা রেফারেন্ডাম বিষয়ে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এরই অংশ হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বিশেষ লিফলেট প্রকাশ করা হয়েছে।

লিফলেটটির শিরোনাম দেওয়া হয়েছে— ‘গণভোট ২০২৬: সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে।’ এতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের গুরুত্ব এবং এর সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

লিফলেটে জনগণকে প্রশ্ন করা হয়েছে, তারা কেমন বাংলাদেশ চান? গণভোটের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে ১১টি যুগান্তকারী পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে, সেগুলো হলো—

১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
২. সরকারি দল চাইলেই ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
৩. সংবিধানের গুরুত্বপূর্ণ ও মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে।
৪. জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিগুলোর সভাপতি বিরোধী দল থেকে নির্বাচিত হবেন।
৫. ক্ষমতার মেয়াদ যতই হোক না কেন, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।
৬. সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।
৭. ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদে একটি ‘উচ্চকক্ষ’ গঠন করা হবে।
৮. দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে।
৯. জনগণের মৌলিক অধিকারের পরিধি বাড়বে। যেমন—ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না।
১০. দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে রাষ্ট্রপতি যখন-তখন ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
১১. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষা করা হবে।

লিফলেটের শেষ অংশে ভোটারদের সামনে পরিষ্কার বার্তা তুলে ধরে বলা হয়েছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণ ওপরের সব সুবিধা ভোগ করবেন। আর যদি ‘না’ ভোট দেওয়া হয়, তবে দেশ এসব সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তন থেকে বঞ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow