আইআরআই জরিপে মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে জনআস্থার ইতিবাচক চিত্র

অনলাইন ডেস্কঃ
Dec 2, 2025 - 16:04
 0  7
আইআরআই জরিপে মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকার নিয়ে জনআস্থার ইতিবাচক চিত্র

দেশে মুহাম্মদ ইউনূস ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থার মাত্রা উচ্চ অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত সাম্প্রতিক এক সর্বব্যাপী জরিপে উঠে এসেছে এমন চিত্র। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৬৯ শতাংশ জানিয়েছেন— “মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন।” একইভাবে ৭০ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে “সন্তুষ্ট”।

আইআরআই–এর এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও জরিপের ফলাফল ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানুষ স্পষ্টভাবে দেখছেন, ইউনূসের নেতৃত্বে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তাঁর মতে, সামগ্রিকভাবে জনগণের প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান শাসনব্যবস্থার ওপর আস্থার জায়গা তৈরি হয়েছে এবং এটি দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে উচ্চমাত্রার আগ্রহ পাওয়া গেছে জরিপে। অংশগ্রহণকারী ৬৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা বহু উৎসাহ নিয়ে ভোট দিতে চান। আরও ২৩ শতাংশ বলেছেন, তারা কিছুটা আগ্রহী। পাশাপাশি জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ নাগরিক বিশ্বাস করেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জোহান্না কাও মনে করেন, এই উৎসাহ প্রমাণ করে যে সংস্কার প্রক্রিয়া ধরে রাখা এবং নির্বাচনী পরিবেশ বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ রাখা এখন সময়োপযোগী।

জরিপটি পরিচালিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলজুড়ে পূর্ণমানের ভোটারদের অংশগ্রহণে। প্রতিবেদনে বলা হয়েছে, জনগণের মধ্যে যে উচ্চ আস্থা দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে ধরে রাখতে হলে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়ম মেনে কাজ করার বিষয়ে আরও মনোযোগী হতে হবে। গবেষক দল তাদের প্রতিবেদনে এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতা-বণ্টন এবং শাসনব্যবস্থার কার্যকারিতা নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় জরিপের ফলাফল নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, জনগণের এই আস্থা বর্তমান শাসনব্যবস্থার প্রতি ইতিবাচক সংকেত এবং নেতৃত্ব হিসেবে মুহাম্মদ ইউনূসের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। ভোটারদের উচ্চ আগ্রহ নির্দেশ করে যে নির্বাচনকে তারা দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতির প্রধান মাধ্যম হিসেবে দেখছেন।

তবে এমন আস্থা ধরে রাখতে হলে রাজনৈতিক দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং জনকল্যাণমূলক পদক্ষেপ আরও জোরদার করা প্রয়োজন—এমন পরামর্শই উঠে এসেছে এ জরিপের সার্বিক বিশ্লেষণে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow