‘বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই’ — স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বর্তমানে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশে যেকোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সরকারের রয়েছে। যে-ই নিরাপত্তা প্রয়োজন করুক না কেন, রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে।” তিনি আরও জানান, বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ এলাকা, স্থাপনা ও ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে কিনা— এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নিরাপত্তার কোনো শঙ্কা নেই। সকলের জন্যই সমান নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এ সময় খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) মর্যাদা দিতে দেরি হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন। উপদেষ্টা বলেন, “এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। মন্তব্য করার উপযুক্ত অবস্থানে আমি নেই।”
বৈঠকে সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত সুরক্ষা, পার্বত্য অঞ্চলে অস্ত্র উদ্ধারের অগ্রগতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শনাক্ত করা, আইন-শৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা, বডি-ওয়ার্ন ক্যামেরা ক্রয় প্রক্রিয়া এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব সংস্থাই সমন্বিতভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, আইন-শৃঙ্খলা রক্ষায় যথাযথ প্রস্তুতির কারণে নির্বাচনের সময় কোনো অস্থিরতা সৃষ্টি হবে না।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ