নগরকান্দায় নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ বিভাগের কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। এতে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীরা অংশ নেন।
কর্মীরা জানান, পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের পাশাপাশি আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কর্মবিরতি চলবে ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, দেশে বর্তমানে পরিবারকল্যাণ বিভাগের বিভিন্ন পদে মোট ৩৩ হাজার ৭১০ জন কর্মী দায়িত্ব পালন করছেন। তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, শতভাগ দম্পতি নিবন্ধন, বাড়ি বাড়ি গিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানসহ মায়ের স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টিসেবা ও টিকাদান কর্মসূচিসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করছেন।
কর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৬ বছর ধরে চাকরি রাজস্ব খাতে থাকা সত্ত্বেও তারা পদোন্নতি, বেতন গ্রেড উন্নীতকরণসহ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত। পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধিও সংশোধন হয়নি। ফলে একাধিক পর্যায়ে আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানা কর্মসূচি পালন করেও কোনো অগ্রগতি হয়নি।
তাদের দাবি—প্রস্তাবিত ‘নিয়োগবিধি-২০২৪’ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্মীরা।
নগরকান্দায় কর্মসূচির প্রথম দিনে উপস্থিত ছিলেন পরিবারকল্যাণ পরিদর্শিকা ফারজানা আলী, পরিবারকল্যাণ পরিদর্শক সজীব এহসান, মেহেদী সাগর ও পরিবারকল্যাণ সহকারী রাকিবা আক্তারী, আবিদা সুলতানা, টিয়া দাস, রিক্তা আক্তার প্রমুখ।
What's Your Reaction?
স্টাফ রিপোর্টারঃ