রাণীনগরে বিরল রোগে আক্রান্ত লালমনকে ইউএনও’র আর্থিক সহায়তা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Dec 2, 2025 - 18:27
 0  6
রাণীনগরে বিরল রোগে আক্রান্ত লালমনকে ইউএনও’র আর্থিক সহায়তা

নওগাঁর রাণীনগরে বিরল স্নায়ুগত রোগ (এমএনডি) আক্রান্ত বাকপ্রতিবন্ধী মো. লালমনকে ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান তাঁর কার্যালয়ে লালমনের হাতে এই চেক তুলে দেন। উপজেলা পরিষদের ফান্ড থেকে এ সহায়তা দেওয়া হয়।

সম্প্রতি গণমাধ্যমে লালমনের দুরবস্থার সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনও’র নজরে আসে। পরে খোঁজখবর নিয়ে তাঁর চিকিৎসায় সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

রাতোয়াল শোলাপাড়া গ্রামের দিনমজুর আমজাদের ছেলে লালমন ছোটবেলা থেকেই বাকপ্রতিবন্ধী। দুই সন্তানের জনক এই লালমন গত এক বছর ধরে বিরল রোগে আরও দুর্বল হয়ে পড়েছেন। হাত-পায়ের আঙুলের মাংস শুকিয়ে যাওয়ায় তিনি এখন ঠিকভাবে দাঁড়াতেও পারেন না। ফলে দিনমজুরের কাজ বন্ধ হয়ে গেছে তাঁর। এতে পরিবারে নেমে এসেছে চরম আর্থিক সংকট।

পরিবার জানায়, ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর চেষ্টা করা হলেও দেশে এই বিরল রোগের উন্নত চিকিৎসা নেই বলে জানিয়েছে চিকিৎসকরা। পরে ঢাকার একটি চীনা আকুপাংচার সেন্টার দুই মাসের থেরাপির জন্য দুই লাখ টাকা দাবি করে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব।

লালমনের মা লাইলি বলেন, “আমরা গরিব মানুষ। দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। ছেলের চিকিৎসার জন্য যা পারি করেছি। অর্থের অভাবে আর এগোতে পারছি না। সরকার ও সমাজের বিত্তবানরা সাহায্য করলে ছেলেটা হয়তো সুস্থ হয়ে উঠতে পারে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। খোঁজ নিয়ে লালমনকে সরকারিভাবে ১৫ হাজার টাকার সহায়তা প্রদান করেছি। ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার চেষ্টা থাকবে।”

বিরল রোগে আক্রান্ত লালমনের চিকিৎসায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow