দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশ নেন দৈনিক খোলাচোখের সম্পাদক ও নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি বোরহান আনিস, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি মাহাবুব আলী মিঞা, ফুলসুতি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মান্নান মিয়া, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টু ও উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মো. খালেদ হোসাইনসহ ইউনিটির অন্যান্য সদস্যরা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
What's Your Reaction?
মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ