আলফাডাঙ্গা উপজেলা বিএনপিকে দুর্বল ও বিভক্ত করাই আব্বাস-খসরু জোটের মূল লক্ষ্য

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপিকে বিভক্ত ও দুর্বল করার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে দলেরই সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস এবং সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরুর বিরুদ্ধে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে খোশবুর রহমান বলেন, আব্বাস ও খসরু দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছেন। তারা থানার দালালি, সালিশ বানিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্ট করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বোয়ালমারীর কথিত যুবদল নেতা বনি আমিনের সঙ্গে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সাজানো মামলায় আমাকে জড়ানো হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসারই অংশ।
খোশবুর রহমান জানান, আওয়ামী আমলে নুরুজ্জামান খসরু প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায় করতেন। অন্যদিকে, আব্বাস বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থের কোনো হিসাব দেননি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা বলেন, আব্বাস-খসরু জোটের মূল লক্ষ্য হচ্ছে আলফাডাঙ্গা উপজেলা বিএনপিকে দুর্বল করা ও নব্য ফ্যাসিবাদী দোসরদের পুনর্বাসন করা।
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আব্বাস ও খসরুর অনৈতিক কর্মকাণ্ডের তদন্ত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
What's Your Reaction?






