ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাককে সিএনজির ধাক্কা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 8, 2025 - 11:29
 0  3
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাককে সিএনজির ধাক্কা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে চাকা নষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা একটি ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে এর তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইটবোঝাই ট্রাকটি চাকা নষ্ট হওয়ার কারণে হাঁসাড়া এলাকার লন্ডন ইন্টারন্যাশনাল স্কুলের বিপরীতে মাদ্রাসাপাড়াসংলগ্ন সার্ভিস সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগতির সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তারা আহত তিন যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow