বহুবছর ধরেই রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সোনারং ব্রিজটি

সোহাগ চোকদার,মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
Mar 28, 2024 - 19:41
 0  9
বহুবছর ধরেই রেলিং ভেঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সোনারং ব্রিজটি

মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার সোনারং টংগীবাড়ী ইউনিয়নের অন্তর্গত সোনারং দেউলবাড়ী সংলগ্ন ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙ্গে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তারপুর টংগীবাড়ীর প্রধান রাস্তার বাহেরপাড়া মোড় থেকে দক্ষিণে তিনশ ফুট এগিয়ে সোনারং কড়ই তলা মোড় থেকে সোজা পশ্চিমে বাহেরপাড়া ও দেউলবাড়ীর মধ্যবর্তী স্থান দিয়ে কমলাঘাট মিরকাদিম আব্দুল্লাপুর হাসকিরা টংগীবাড়ী খালের উপর একটি বড়ো ব্রিজ রয়েছে। ব্রিজটির পশ্চিম প্রান্তের উত্তরের ঢাল ঘেঁষেই সোনারং এর ঐতিহ্যবাহী লাল মসজিদটি অবস্থিত। ব্রিজটির পশ্চিম প্রান্তে রাস্তাটি দিয়ে মূল সোনারং এলাকটি, সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। এই ব্রিজটি দিয়ে দৈনিক নিয়মিত শত শত যানবাহন চলাচল করে থাকে। সোনারং এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে থাকে। প্রতি বছর সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরিক্ষা কেন্দ্র বসে। টংগীবাড়ী ও সদর উপজেলার বিভিন্ন স্কুলের শত শত এসএসসি পরিক্ষার্থীরা এই ব্রিজের উপর দিয়ে বিভিন্ন যানবাহনে চরে পরিক্ষা দিতে আসা যাওয়া করে। ব্রিজটির তিনটি অংশের পশ্চিম দিকের দুই পাশের রেলিং পুরোপুরি ভেঙ্গে গিয়েছে। মাঝখানের অংশের রেলিংও অনেকাংশে ভাঙা। হাজার হাজার মানুষের নিয়মিত যাতায়াতের এই ব্রিজটি দিয়ে বর্তমানে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সোনারং ব্রিজটি এমনিতেই ডেমেজ হয়ে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানালেন। গোটা ব্রিজটি ভেঙে আরো নিচু ও প্রশস্ত করে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। ব্রিজটি পুনঃ নির্মাণের বিষয়ে টংগীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, আমি সরেজমিনে গিয়ে পরিস্থিতি দেখে ব্রিজটি সংস্কার বা পুনঃ নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow