শালিখার বরইচারায় শতবর্ষী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচে মানুষের ঢল

মাগুরার শালিখা উপজেলার বরইচারায় শতবর্ষী লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল নেমেছে। ৭ অক্টোবর, উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব আনিসুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মুন্সি, যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ জাহিদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল নৌকা বাইচ প্রতিযোগিতা। হাজারো দর্শকের উল্লাসে বরইচারার খালপাড় মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গঙ্গারামপুরের ইয়াকুব আলীর নৌকা 'হামজা' এবং দ্বিতীয় স্থান অর্জন করে ঝিনাইদহের নাটোপাড়ার 'জামাইয়ের নৌকা'।
দিনব্যাপী এই মেলায় নাগরদোলাসহ শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনার দোকান বসে। এছাড়াও, স্থানীয় খাবার ও নানান রঙিন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবটি গ্রামীণ সংস্কৃতি, আনন্দ আর ঐতিহ্যের এক মিলনমেলায় পরিণত হয়।
What's Your Reaction?






