নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 2, 2025 - 18:38
 0  6
নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা সদর শহরের নদীর পূর্ব পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লড লিটন ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনারুল ইসলাম কিছুদিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউ বাজার এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে একজন স্থানীয় ব্যক্তি নদীর ব্রিজের নিচে গিয়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে আনারুল ইসলামের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনাবশত নদীতে পড়ে মৃত্যুবরণ করতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow