সিলেটের রিকশাশ্রমিকদের মুক্তির দাবিতে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 4, 2025 - 18:15
 0  3
সিলেটের রিকশাশ্রমিকদের মুক্তির দাবিতে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

সিলেটে রিকশাশ্রমিকদের ন্যায্য আন্দোলনে অংশ নেওয়ায় দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৩ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড রফিকুজ্জামান লায়েক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার। বক্তারা বলেন, সিলেটের রিকশাশ্রমিকদের ওপর দায়েরকৃত মামলা শ্রমজীবী মানুষের ন্যায্য আন্দোলনকে দমন করার অপচেষ্টা। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি দাবি করেন।

সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow