বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে শিশু নুসরাতের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারীতে ভীমরুলের কামড়ে নুসরাত জাহান সাবিহা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেয়েকে বাঁচাতে গিয়ে ভীমরুলের আক্রমণে গুরুতর আহত হয়েছেন তার মা সুমনা বেগম। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে। নিহত নুসরাত স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের একতলা বাড়ির ছাদের কোণে কবুতরের একটি বাসা ছিল। সেই কবুতরের বাসার পাশে ভীমরুলেরও একটি চাক গড়ে ওঠে। সোমবার দুপুরে নুসরাত ছাদে উঠে একটি গাছের ডাল ধরে টান দিলে ভীমরুলের দল চাক থেকে বের হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০টি ভীমরুল তাকে কামড়ে গুরুতর আহত করে।
চিৎকার শুনে মা সুমনা বেগম ছুটে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও প্রায় ১৫টি ভীমরুলের কামড়ে আহত হন। পরে স্থানীয়রা দুজনকেই দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টার দিকে নুসরাতের মৃত্যু হয়। নিহত নুসরাত তিন ভাইবোনের মধ্যে মেজো ছিল।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ