সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে সদরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকালে ৯টা ৪৫ মিনিটে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধার্ত পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি সম্পন্ন হয়।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ