এনসিপি’র যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কাজী আয়েশা আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন।
সভায় আগামী দিনের সংগঠনের কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রধান অতিথি কাজী আয়েশা আহমেদ বলেন, “যুবশক্তি একটি উদ্যমী, আধুনিক ও কর্মমুখী সংগঠন হিসেবে দেশের যুব সমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে সেজুতি হোসাইন বলেন, “কোটা নয়, বেকারত্বই আমাদের মূল আন্দোলনের কেন্দ্রবিন্দু। আন্দোলনে শহীদ ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা যুবশক্তির মাধ্যমে দেশের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই না, অন্য কোনো রাজনৈতিক দলের মতো আমাদের কেউ চাঁদাবাজি বা অরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকুক। আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দেশের যুব সমাজের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া। আমাদের সংগঠন হবে একটি কর্মনির্ভর প্ল্যাটফর্ম, যেখানে কেউ ক্যারিয়ার গড়বে কাজ ও জনসেবার মাধ্যমে।”
সভায় আরও উপস্থিত ছিলেন যুবশক্তির ঢাকা জেলা উত্তর শাখার মো. আবির হোসাইন, মো. সাজেদুর রহমান, মো. তুহীনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা। অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় যুবদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা যায়।
Jul 1, 2025 0 224
Jul 9, 2025 0 142
Aug 1, 2025 0 122
Jul 5, 2025 0 107
Jul 21, 2025 0 99
Aug 2, 2025 0 2
Aug 2, 2025 0 3
Aug 2, 2025 0 8
Aug 2, 2025 0 2
Aug 2, 2025 0 2
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।