ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী খালেদ মোহাম্মদ তূর্য গ্রেফতার

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী খালেদ মোহাম্মদ তূর্য (২৭) এবং তার স্ত্রী মোছা: আইরিন আক্তার (২৬) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর শহরের ঝিলতুলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত খালেদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চরকমলাপুর গ্রামে। তার পিতার নাম তুষার শিকদার। খালেদের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা ঝিলতুলিতে খালেদের ভাড়া বাসায় অভিযান চালান। বাড়ি তল্লাশি করে বাথরুমের ছাদের ওপর থেকে খালেদকে আটক করা হয়। এ সময় তার স্ত্রী আইরিন আক্তারকেও (পিতা: হালিম শেখ, গ্রাম: চরকমলাপুর) আটক করা হয়।
অভিযানে ৬০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, খালেদ ও তার স্ত্রী একসঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
গ্রেফতারের পর তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর ক্যাম্পের কমান্ডার বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজের অপরাধীদের ধরতে জনগণের সহযোগিতা কামনা করছি।”
What's Your Reaction?






