ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্কঃ
Dec 15, 2025 - 19:03
 0  4
ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ
ছবি : সংগৃহীত

বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশে কেউ যদি ওসমান হাদিদের ওপর হামলা চালানোর চেষ্টা করে, তবে সেই বিদ্রোহের আগুন শুধু দেশের ভেতরেই নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে।

ভারতের উদ্দেশে কড়া ভাষায় তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশকে শকুনদের হাত থেকে মুক্ত রাখতে আন্দোলন করতে হচ্ছে। আবারও সেই শকুনেরা বাংলাদেশের মানচিত্রে থাবা বসানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিনের মতো রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

নির্বাচন কমিশনকে লক্ষ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। যোগ্য ও সাহসী নির্বাচন কমিশনের অভাব বাংলাদেশে কখনোই হবে না।

এ ছাড়া তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নীল দলের পা-চাটা শিক্ষকদের চিহ্নিত করে বের করে দিতে হবে। মঞ্চে একরকম কথা বলে গোপনে সমঝোতার রাজনীতি করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যায় না।

সমাবেশে উপস্থিত নেতারা ওসমান হাদির ওপর হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow