শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 20, 2025 - 13:41
 0  2
শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘শেখ হাসিনা মানব জাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন।

রবিবার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে ‘জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির’ অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘একজন শহীদের মা কাঁদতে কাঁদতে বলছিলেন—যে ছেলেটিকে দেখে আমি স্বপ্ন দেখেছিলাম, ভবিষ্যতের আশায় বুক বেঁধেছিলাম; সেই ছেলেটিকে ওরা কেড়ে নিয়েছে। কী ভয়াবহ, মর্মান্তিক পাশবিকভাবে তাকে হত্যা করেছে! গুলি করে মেরে ফেলে দিয়ে পরে তাকে ভ্যানে তুলে নেয়, সে বেঁচে আছে কি না তা না দেখেই আরও কয়েকটি লাশের সঙ্গে তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভাবা যায়? এটা কি স্বাধীন দেশের নাগরিকদের জন্য?’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে দেশের জন্য ৭১-এ যুদ্ধ করেছি, সেই দেশের প্রশাসন—যাদের বেতন আমাদের করের টাকায়—তারাই আজ আমাদের ছেলেদের হত্যা করছে, পুড়িয়ে মারছে। এটা নির্মম, নৃশংস ও অমানবিক। এজন্য শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা মানব জাতির কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে—এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। দ্বিতীয় কাজ, শহীদ পরিবারগুলো এবং যারা আহত হয়েছেন, চোখ হারিয়েছেন—তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তা না হলে জাতি আমাদের গ্রহণ করবে না। এজন্য বিএনপির পক্ষ থেকে আমরা ফান্ড রেইজ করবো এবং সেই তহবিল থেকে এসব পরিবারকে সহযোগিতা করবো।’

বৃক্ষরোপণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যত উন্নত হবে মানুষের গুণমান, তত উন্নত হবে জাতি। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই উন্নত রাষ্ট্রচিন্তারই নিদর্শন। জলবায়ু পরিবর্তনে যখন গোটা বিশ্ব সংকটে, বাংলাদেশ আরও বেশি আক্রান্ত; তখন আমাদের আরও বেশি করে সবুজায়নের দিকে যেতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশে ১০ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশকে সবুজ করার উদ্যোগ শুরু হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow