সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
May 19, 2025 - 17:05
 0  4
সদরপুরে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব ফকির ও তার দুই ছেলেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার উদ্যোগে সদরপুর উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাওলানা মুক্তার হোসেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম ভাষাণী, ইসলামী যুব আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ কামাল বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট থানায় ভাঙচুর ও অস্ত্র লুটপাটের ঘটনায় মোঃ আইয়ুব ফকির ও তার দুই ছেলের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিও ফুটেজেও তাদের সংশ্লিষ্টতা দেখা যায়নি। অথচ ষড়যন্ত্রমূলকভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে আসামিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার (১৭ মে) দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ী ও ঠেঙ্গামারী এলাকা থেকে মোঃ আইয়ুব ফকির ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow