নগরকান্দায় কৃষি বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদ বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. রকিবুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আবুল হোসেন, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, কৃষি ব্যাংক নগরকান্দা শাখার ব্যবস্থাপক আশরাফ হোসেন মোল্লা এবং নগরকান্দা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ।
What's Your Reaction?






