সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ঐতিহ্যবাহী সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ হবে ২৬, ২৭ ও ২৮ আগস্ট। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৮ আগস্ট, বাছাই হবে ৩০ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, মোসারফ মাছুদ, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
What's Your Reaction?






