সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Aug 24, 2025 - 22:24
 0  2
সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ঐতিহ্যবাহী সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ হবে ২৬, ২৭ ও ২৮ আগস্ট। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৮ আগস্ট, বাছাই হবে ৩০ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর। এরপর ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা, সহ-সভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক শরিফুল হাসান, সিনিয়র সাংবাদিক মজিবুর রহমান, এফ এম আজিজুর রহমান আজিজ, মোসারফ মাছুদ, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow