ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 8, 2025 - 16:02
 0  3
ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, চেতনায় দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন এবং সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

মুক্ত আলোচনায় অংশ নেন ব্লাস্টের জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, নারী নেত্রী হিরুন্নাহার, আশরাফুন্নাহার শিবলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাইমা আক্তার এবং ফরিদপুর জিলা স্কুলের ছাত্র ইব্রাহিম আদম।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে আজ মেয়েরা এগিয়ে যাচ্ছে—চিকিৎসা, প্রশাসন, শিক্ষা থেকে শুরু করে সব অঙ্গনে তাদের উপস্থিতি দৃশ্যমান। তবে এখনো কিছু পরিবারে কন্যাশিশুর প্রতি অবহেলার মনোভাব লক্ষ্য করা যায়। ছেলেকে নিয়ে যেমন অনেক স্বপ্ন দেখা হয়, কন্যাকে নিয়ে তেমনটি নয়। অথচ সমাজের অর্ধেক অংশ নারী—তাদের বাদ দিয়ে সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়।

সভা শেষে মহিলা সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow