মাগুরার মহম্মদপুরে উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

"আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" এই বলিষ্ঠ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এ উপলক্ষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান, (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দার, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মোঃ রেজাউল হক, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং যুবদল নেতা খাইরুল ইসলাম।
আলোচনা সভায় শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও আকাঙ্ক্ষা তুলে ধরে বক্তব্য রাখে মাবিয়া সুলতানা ও তাসরিন আহম্মেদ ইরা।
বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুরা আজ স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহসের সাথে লড়াই করছে। দেশের কল্যাণে তাদের অবদান রাখার সুযোগ করে দেওয়া সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। পরিবার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সমর্থনই পারে কন্যাশিশুদের স্বপ্ন পূরণের পথকে মসৃণ করতে।
সভা শেষে উপস্থিত সকলে কন্যাশিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






