মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় নির্বাচন: তিন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৫ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুনের কাছ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা হলেন- মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ফকির এবং বিএনপি নেতা মোঃ সায়েম মিয়া।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, বিএনপি নেতা মোঃ ইয়াসিন বিশ্বাস, মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ আরও অনেকে।
আগামী ২ নভেম্বর ২০২৫ তারিখে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
What's Your Reaction?






