ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত, পণ্যের গুণগত মান নিশ্চিতের আহ্বান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 14, 2025 - 13:58
 0  4
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত, পণ্যের গুণগত মান নিশ্চিতের আহ্বান

"সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো ফরিদপুরেও বিশ্ব মান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ১৪ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফরিদপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর ও সিভিল সার্জন মাহমুদুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরিদপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান কামাল হাসান। তিনি তার বক্তব্যে বিএসটিআইয়ের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর ও রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিতরণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, ‘আলোকিত প্রতিদিন’ পত্রিকার জেলা প্রতিনিধি গৌতম ভদ্র, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, পদ্মা এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম এবং এসডিসি ফরিদপুর এর কো-অর্ডিনেটর রোকসানা পারভীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রম প্রশংসার যোগ্য এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী। তারা আরও বলেন, সাধারণ মানুষ যেন তাদের কষ্টার্জিত অর্থে সঠিক ও মানসম্মত পণ্য পায়, তা নিশ্চিত করতে হবে। এ জন্য খাদ্যপণ্য, ঔষধ, ভোগ্যপণ্যসহ সকল ক্ষেত্রে বিএসটিআইয়ের নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন বিএসটিআইয়ের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

সভায় পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিএসটিআই ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow