যাত্রীবেশে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই

ফরিদপুরের সদরপুরে এক ইজিবাইক চালককে মারধর করে তার বাহনটি ছিনতাই করে নিয়ে গেছে তিন দুর্বৃত্তের একটি দল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার এবং চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শৌলডুবী এলাকায়। ভুক্তভোগী ইজিবাইক চালক দানেছ বেপারি ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারির পুত্র।
ভুক্তভোগী দানেছ বেপারি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়ায় সদরপুরে আসার জন্য তিন ব্যক্তি তার ইজিবাইকে ওঠেন। পথে তারা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে সদরপুরের শৌলডুবী এলাকার একটি নির্জন রাস্তায় প্রস্রাবের কথা বলে তারা ইজিবাইকটি থামাতে বলে। গাড়ি থামানোর সাথে সাথেই তারা চালকের গলা চেপে ধরে এবং মারধর করে তাকে রাস্তার পাশের নালায় ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী সদরপুর থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। সদরপুর থানা পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে এবং শরীফুল হাওলাদার (৩০) নামের এক ছিনতাইকারীকে আটক করে। আটক শরীফুল সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজী ডাঙ্গীর বাচ্চু হাওলাদারের ছেলে বলে শনাক্ত করা হয়েছে। তবে, পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে চক্রের অন্য দুই সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, "চালকের অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি এবং দ্রুততম সময়ের মধ্যে ইজিবাইক উদ্ধারসহ একজনকে আটক করতে সক্ষম হই। এই ছিনতাই চক্রের বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।" তিনি আরও জানান, আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






