ভাঙ্গায় জামায়াত মনোনীত প্রার্থীর ব্যাপক গণসংযোগ

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসাইন ভাঙ্গার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার শিমুল বাজারসহ বেশ কয়েকটি এলাকায় এই প্রচারণা চালান।
গণসংযোগকালে মাওলানা সারোয়ার হোসাইন বাজারের ব্যবসায়ী, পথচারীসহ নানা শ্রেণী-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় সংবাদকর্মীদের কাছে তিনি তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, "আগামী নির্বাচনে জয়ী হলে একটি শোষণহীন, দুর্নীতিমুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়াই হবে আমার মূল লক্ষ্য।" সারাদিনব্যাপী এই কর্মসূচিতে তার সাথে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






