ফরিদপুরের মধুখালী স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

পার্থ রায়, মধুখালী প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 22, 2025 - 21:25
 0  8
ফরিদপুরের মধুখালী স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে এক যুবতীর মৃত্যু ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রীবাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে বিয়ে করেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। দাম্পত্য কলহের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। দম্পতির একটি দুই বছর দশ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।

বন্যার মা শেফালী রানী বলেন, ভোরে তিনি অন্যের বাড়িতে কাজে গিয়েছিলেন। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা খুলে ভিতরে প্রবেশ করলে তিনি বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে থাকা দেখেন। বালিশ সরিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।

মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরদিন (২১ অক্টোবর) বিকেল ৫টায় ময়নাতদন্ত শেষে মধুখালী মহাশ্মশানে বন্যার দাফন সম্পন্ন হয়।

মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী জানান, “ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow