নোয়াখালীর বেগমগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 22, 2025 - 21:11
 0  12
নোয়াখালীর বেগমগঞ্জে পিস্তল ও ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে পিস্তল, গুলি ও ইয়াবাসহ ফয়েজ আহমেদ (২৮) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ফয়েজ আহমেদ রাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নানুপুর গ্রামের শহীদ উল্যার পুত্র। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ ইউনিয়নের ওই গ্রামের শহীদ উল্যার নতুন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন ফয়েজ আহমেদ। সম্প্রতি মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি অবৈধভাবে একটি পিস্তল ও ৪ রাউন্ড বুলেট সংগ্রহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-১১ যৌথভাবে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১টি পিস্তল, ৪ রাউন্ড বুলেট ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow