আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীকে অর্থদণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এক ব্যবসায়ীকে দায়িত্বজ্ঞানহীন কার্য দ্বারা সেবা গ্রহীতার ক্ষতি সাধনের অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.কে.এম. রাহানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মোবারক হোসেন। তিনি আলফাডাঙ্গা উপজেলার কুচিয়াগ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম. রাহানুর রহমান বলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ক্রেতা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কেউ যেন প্রতারণা বা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারিতে আছি।তিনি আরও জানান, সাধারণ জনগণের নিরাপদ ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হবে।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাজারে ন্যায্য বাণিজ্য ও সচেতনতা বৃদ্ধি পাবে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ