রাণীনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং অন্যান্য সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় উপজেলা বিএনপির অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
র্যালির পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। সভার সঞ্চালক ছিলেন যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস। অনুষ্ঠানে রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমস, সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ আলী মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদলের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে যুবদল তার গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ ও সমৃদ্ধ করার পাশাপাশি আগামী দিনের অগ্রযাত্রায় একত্রিত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ