ফরিদপুরের সদরপুরে এসইডিপি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Jul 29, 2025 - 15:49
 0  2
ফরিদপুরের সদরপুরে এসইডিপি প্রকল্পে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। এটি বাস্তবায়িত হয় "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি)" প্রকল্পের আওতায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে এসইডিপি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোনীত মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow