বৃহত্তর ফরিদপুর ব্যবসায়ী ফোরামের উদ্যোগে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 15, 2025 - 18:39
 0  5
বৃহত্তর ফরিদপুর ব্যবসায়ী ফোরামের উদ্যোগে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা

বৃহত্তর ফরিদপুর ব্যবসায়ী ফোরামের উদ্যোগে শনিবার বিকেল তিনটায় ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক ফজু, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইছাসহ বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন সেক্টরের উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ।

সভায় বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্য কিছু লোকের হাতে সীমাবদ্ধ ছিল। তারা বলেন, বাংলাদেশে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার জন্য ১৯টি প্রতিষ্ঠানের অনুমতি নিতে হয়, যা পরিবর্তন প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, দূর্নীতি ও অনিয়ম দূর করতে ব্যবসা সংশ্লিষ্ট কাজ সরকারি প্রতিষ্ঠান থেকে বেসরকারি খাতে দেওয়া হবে। প্রতিটি এলাকায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ডেটা সেন্টারসহ অনলাইন সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।

সভায় প্রতিশ্রুতি দেওয়া হয়, বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রথম দিন থেকেই মনোযোগ দেওয়া হবে এবং দেশের অর্থনৈতিক সফলতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সরকারের ক্ষমতা হ্রাস করে জনগণের হাতে ক্ষমতা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow