ফরিদপুরে পুলিশের পরিচয় দিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাই

ফরিদপুরে পুলিশের পরিচয় দিয়ে মিন্টু ব্যাপারী (৪০) নামে এক আইসক্রিম কোম্পানির কর্মচারীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিন্টু ব্যাপারী সোমবার ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন এবং বিচার দাবি করেন।
ভুক্তভোগী মিন্টু ব্যাপারী ফরিদপুর সদরের ভজন ডাঙ্গা গ্রামের আব্দুর রব ব্যাপারীর ছেলে। তিনি ইগলু আইসক্রিম কোম্পানিতে ডিএসআর (ডিস্ট্রিবিউটর সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে কর্মরত আছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে ভ্যানে করে সার্কিট হাউজের সামনে দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আনুমানিক ২৫ থেকে ২৬ বছর বয়সী দুইজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ভ্যানের গতি রোধ করে। তারা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে মিন্টু ব্যাপারীকে তল্লাশি করার কথা বলে।
পুলিশের কথা ভেবে তিনি তাদের তল্লাশি করতে দেন। এক পর্যায়ে তারা মিন্টুর কাছে থাকা কোম্পানির ৩৫,০০০ টাকা কেড়ে নেয়। এরপর আরও ভালোভাবে তল্লাশির কথা বলে তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মিন্টু ব্যাপারী বলেন, "আমি তাদের অনেকবার বলেছি ভাই এগুলো কোম্পানির টাকা, আমাকে ফেরত দিন। কিন্তু তারা আমার কোনো কথা না শুনেই দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে চলে যায়।"
ভুক্তভোগী আরও জানান, অপরাধীদের শনাক্ত করার জন্য ফরিদপুর সার্কিট হাউজ, পুলিশ সুপারের বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় এবং তারার মাঝে স্কুলের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






