বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 15, 2025 - 16:20
 0  64
বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে  মুন্সীগঞ্জ- ১ আসনের  (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী থানা বিএনপির সভাপতি ও  আল-মুসিলম গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক শেখ মো.আব্দুল্লাহকে  সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে   সিরাজদিখান থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল  কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী  নিয়ে  মুন্সীগঞ্জ -১ আসনের  (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনিত প্রার্থী  শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান ।

 নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন  , মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন। 

মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ  সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।”

এদিকে, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সাবেক বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান  সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা,রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল,থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান,ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু,রাজানগর ইউনিয়নের বিএনপির  সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন,সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন,চিত্রকোট ইউনিয়নের  বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান,বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহবায়ক  মোঃ মোজাম্মেল হক, মালখানগর  ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন,  থানার কৃষক দলের সাবেক সভাপতি  বাবুল মাঝি,   থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, ,জেলা সাবেক সমাজ কল্যাণ সম্পাদক  আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ফয়সাল,মালখানগর ইউনিয়নের যুবদলের সাবেক প্রতিষ্ঠা সম্পাদক দেলোয়ার মোল্লা, সহ প্রায়  সহস্রাধিক নেতাকর্মী সমর্থন জানান ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow