শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাটে ঘর নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাটের মাধ্যমে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর কাজীবাড়ী এলাকায় ইয়াসমিন দেলোয়ার হাসপাতালের পিছনে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর মৌজার আরএস-৬৬২০ দাগের ৭১ শতাংশ সম্পত্তির মধ্যে ২১ শতাংশ ক্রয়সূত্রে মালিক হয়ে ভোগদখল করছেন জাকির আহমেদ, তার মামাতো ভাই মহিউদ্দিন শিকদার এবং ভায়রা সুমন হোসেন। কিন্তু একই সম্পত্তি ওয়ারিশ দাবিতে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন কাজী তৌফিক ইমাম টিটু, কাজী সাইদ ইমাম ও কাজী শরিফ ইমাম। এ নিয়ে উভয় পক্ষ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন।
মামলা চলমান অবস্থায় ভুক্তভোগী জাকির আহমেদের দায়ের করা পিটিশন মোকদ্দমা নং-৫২/২৫, ধারা-১৪৫ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালত নালিশীকৃত সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শ্রীনগর থানা পুলিশ উভয় পক্ষকে লিখিত নোটিশও প্রদান করে।
অভিযোগ রয়েছে, আদালতের সেই নিষেধাজ্ঞা অমান্য করে কাজী তৌফিক ইমাম টিটুগং মঙ্গলবার রাতে পুনরায় নালিশীকৃত সম্পত্তিতে বালি ভরাট করে টিনের ঘর নির্মাণ শুরু করেন। এসময় ভুক্তভোগী পক্ষ বাধা দিলে তাদের মারধরের জন্য তেড়ে আসেন এবং ভবিষ্যতে ক্ষতির হুমকিও দেন।
এ বিষয়ে অভিযুক্ত কাজী তৌফিক ইমাম টিটু বলেন, “এই সম্পত্তি নিয়ে আমি ইতোমধ্যে আদালতে মামলা করেছি। ঘরটি অনেক আগে থেকেই নির্মিত। এখন শুধু বালু ফেলছি।”
শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা জানান, “আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেছি। একইসঙ্গে কাজ বন্ধ রেখে আদালতের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছি।”
What's Your Reaction?






