থানচিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা: পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Dec 14, 2025 - 18:01
 0  3
থানচিতে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা: পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সারা দেশের মতো বান্দরবানের থানচি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ওয়ালিদ হোসেন, কলেজ অধ্যক্ষ ধমিনি ত্রিপুরা, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow