দক্ষতা অর্জনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে শেষ হলো ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 14, 2025 - 18:11
Dec 14, 2025 - 19:36
 0  7
দক্ষতা অর্জনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে শেষ হলো ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির কাপ্তাইয়ে তিন দিনব্যাপী ১৮৬তম স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স এবং এর সঙ্গে আয়োজিত ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের অধিনায়ক ও জেলা নৌ স্কাউটস কমিশনার কমডোর আমানত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে সফল হতে সহায়ক হবে। পাশাপাশি এটি তাদের মেধা ও মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটসের জেলা সচিব কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)। এছাড়াও উপস্থিত ছিলেন নৌ আঞ্চলিক স্কাউটসের উপ-কমিশনার (প্রোগ্রাম) এম জাহাঙ্গীর আলম, ৬ষ্ঠ ষষ্ঠক নেতা কোর্সের কোর্স লিডার এএলটি লিটন চন্দ্র দে, পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডার মীর জিল্লুর রহমান (উডব্যাজার), নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীরা মনোমুগ্ধকর গান, নৃত্য ও অভিনয় পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে শুরু হওয়া এই দুইটি কোর্সে সর্বমোট ৮১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow