গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 20, 2025 - 12:10
 0  6
গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়

সাম্প্রতিককালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ঘটে যাওয়া সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়। রবিবার (১৯ অক্টোবর) এক মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সংগৃহীত ২ লক্ষ ৮ হাজার ১ শত টাকা নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরোর নির্দেশনা এবং ওয়াগ্গা ধর্মগোদা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞ্যানাওয়াইসা মহাথেরোর উদ্যোগে এই তহবিল সংগ্রহ করা হয়। এতে কাপ্তাই উপজেলার স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা আর্থিক সহযোগিতা প্রদান করেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কাপ্তাইয়ের বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। সেখানে তারা সংগৃহীত নগদ অর্থ রামসু বাজারের ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত ত্রাণ বণ্টন কমিটির কাছে হস্তান্তর করেন। এই সময় বৌদ্ধ ভিক্ষুগণ ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই দুঃসময়ে মানবিক সহমর্মিতা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অর্থ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন তম্ব পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. ক্ষেমিন্দা মহাথেরো, বড়ইছড়ি মারমা পাড়ার কারবারি অংসাখই ও দায়ক অংসাচিং মারমা এবং তম্ব পাড়ার সাবেক মেম্বার বাবু লাব্রেচাই মারমাসহ আরও অনেকে।

ধর্মগুরুরা এ সময় বলেন, "আমরা পার্বত্য অঞ্চলের মানুষের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানবতা যেন সকলের অন্তরে জাগ্রত হয়—এই কামনা করছি।"

এই মানবিক সহায়তা কর্মসূচিতে স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে পার্বত্য অঞ্চলে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটি বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow