কাপ্তাইয়ে ৩ দফা দাবি ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 14, 2025 - 18:59
 0  6
কাপ্তাইয়ে ৩ দফা দাবি ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এই ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী পেপার মিল হাইস্কুলসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষক-কর্মচারীদের প্রধান তিনটি দাবি হলো:
১. মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদান।
২. শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।
৩. কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৭৫ শতাংশ নির্ধারণ করা।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসাইন মন্ডল।

সমাবেশে সুবিমল তঞ্চঙ্গ্যা বলেন, "আমাদের ন্যায্য দাবির আন্দোলনে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা আজ ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রেখেছি। আমরা অবিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

শিক্ষকদের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন মোঃ হারুনুর রশীদ, জয়সীম বড়ুয়া, মাহবুব হাসান বাবু এবং মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা উল্লেখ করেন, গত রোববার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যা অত্যন্ত নিন্দনীয়। এই হামলায় বেশ কয়েকজন শিক্ষক আহত ও আটক হন। এরই প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাইয়ের শিক্ষকরাও এই মানববন্ধন করছেন।

কর্মসূচি শেষে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো তুলে ধরে মাননীয় শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow