দাবি আদায়ে মাগুরার মহম্মদপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও সমাবেশ
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মহম্মদপুর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-কর্মচারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই বিক্ষোভে অংশ নেন।
কর্মসূচির শুরুতে কাজী সালিমা হক মহিলা কলেজের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সংগঠনের উপজেলা আহ্বায়ক ও কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বড়রিয়া এ.ডব্লিউ. ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শরিফ আক্তারুজ্জামান, মহম্মদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান এবং বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা সম্প্রতি ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন, উত্থাপিত দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে। তবে, এই সময়ে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান করবেন বলেও জানানো হয়।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ