কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে তীব্র স্রোত, চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে প্রতি কপাটে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে সৃষ্ট তীব্র স্রোতের কারণে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে বন্ধ রয়েছে। এতে করে নদীর দুই পাড়ের সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের রাঙামাটি কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা। তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে যাত্রীরা বাধ্য হয়ে ইঞ্জিনচালিত ছোট নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। জরুরি প্রয়োজনে কিছু যানবাহন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন সেতু ব্যবহার করে বিকল্প পথে চলাচল করছে।
চন্দ্রঘোনা ফেরিঘাটে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছেন শত শত যাত্রী। খাগড়াছড়ি থেকে বান্দরবানে বেড়াতে আসা পর্যটক রতন ও সোহেল বলেন, “আমরা একটি হাইচ গাড়িতে খাগড়াছড়ি থেকে বান্দরবান যাচ্ছিলাম। কিন্তু ফেরি বন্ধ থাকায় মাঝপথে এসে আটকে পড়েছি। খুব কষ্ট হচ্ছে।”
ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. আরমান ও চালক মো. আমিন জানান, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে পানি ছাড়ার ফলে নদীতে অতিরিক্ত স্রোতের সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্রোতের গতি কমলে ফেরি চলাচল আবার শুরু করা হবে।
এছাড়াও সওজ-এর মেকানিক ও ফেরির দায়িত্বে থাকা অরুণ বড়ুয়াও জানান, নদীর প্রচণ্ড স্রোতের কারণেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। নদী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলবে না বলে জানান তিনি।
What's Your Reaction?






