ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যাকারীর ফাঁসী ও বহিস্কারের দাবিতে বিক্ষোভ

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 14, 2025 - 18:14
 0  3
ব্রাহ্মণবাড়িয়ায় সাদ্দাম হত্যাকারীর ফাঁসী ও বহিস্কারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা মোঃ সাদ্দামের হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপকে ফাঁসি দেওয়া এবং দল থেকে স্থায়ী বহিস্কার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে এলাকার সাধারণ মানুষসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান সজীব, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আবুল হাসনাত ভজন, নিহত সাদ্দামের মা খুদেজা বেগম এবং স্ত্রী ফারজানা আক্তার তৃণা।

বক্তারা বলেন, দেলোয়ার হোসেন দিলিপ একজন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি হলেও প্রতিপক্ষের লোকজনদের ফাঁসানোর উদ্দেশ্যে নিজ সমর্থক সাদ্দামকে রাতের আঁধারে ঘর থেকে ডেকে এনে জবাই ও গুলি করে হত্যা করেছেন। এই নৃশংস হত্যাকাণ্ড জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। পুলিশ তাকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। বক্তারা দ্রুত অস্ত্র উদ্ধারের পাশাপাশি দেলিপকে ফাঁসির দাবি জানান এবং তাকে দল থেকে স্থায়ী বহিস্কারের হুশিয়ারি দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়ন শাকিল গ্রুপের গুলিতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপের তিনজন আহত হন। ওই রাতেই সাবেক ছাত্রদল নেতা সাদ্দামকে গুলি ও জবাই করে হত্যা করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর ১ ডিসেম্বর ঢাকার বাসাবো এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow