বিনম্র শ্রদ্ধা ও নানা আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর দিন ১৪ ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকাল ৯টায় জেলা স্টেডিয়ামসংলগ্ন শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে এক মিনিট নীরবতা পালন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। চন্ডীদাসদী ও জান্দী গ্রামের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং মাধবপুর কবরস্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি:
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুম কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা ধারণ করেই একটি উন্নত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
জান্নাত আক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কাউতলীতে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ‘সৌধ হিরন্ময়ে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও জাতিকে প্রেরণা জোগায়।
সারাদেশের এসব কর্মসূচিতে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।
What's Your Reaction?
ডেস্ক রিপোর্টঃ