যাত্রীদের জন্য সুসংবাদ দিল ঢাকার মেট্রোরেল

অনলাইন ডেস্কঃ
Nov 19, 2025 - 12:55
 0  2
যাত্রীদের জন্য সুসংবাদ দিল ঢাকার মেট্রোরেল

ঢাকা মেট্রোরেলের যাত্রীদের যাত্রা আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৫ নভেম্বর থেকে যাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন।

নতুন এই সেবার মাধ্যমে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেট এবং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই কার্ডে টাকা রিচার্জ করা সম্ভব হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শুরুর দিকে ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। পরবর্তীতে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সেবাটি ব্যবহার করা সম্ভব হবে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, এই সেবা চালু হলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে।

অনলাইনে রিচার্জের পর যাত্রীদের কার্ডটি স্টেশনের ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম)-এ স্পর্শ করে হালনাগাদ করতে হবে। একবার স্পর্শের পর কার্ডের টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শের প্রয়োজন হবে না।

বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার করা হচ্ছে—ডিএমটিসিএলের এমআরটি পাস এবং ডিটিসিএর র‍্যাপিড পাস। ঘরে বসে রিচার্জের নতুন সেবায় উভয় ধরনের কার্ডেই রিচার্জ করা যাবে।

ডিটিসিএর তথ্য অনুযায়ী, প্রতিটি স্টেশনের দুটি স্থানে এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।

মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণের এই উদ্যোগকে কর্তৃপক্ষ বিশাল প্রয়াস হিসেবে দেখছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র‍্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে দৈনিক যাত্রীদের চলাচলের গতি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow