সরকারি ইয়াসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 19, 2025 - 12:58
 0  2
সরকারি ইয়াসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফজলুল হক খান এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, কলেজের উপদেষ্টা মোহাম্মদ নুরুল হুদা এবং ভারপ্রাপ্ত অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ ফয়জুর রহমান। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মোট ১৮টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও দলগুলোর মধ্যে পরে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি ছাত্র-ছাত্রী, প্রতিযোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow