সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ

অনলাইন ডেস্কঃ
Nov 19, 2025 - 13:04
 0  2
সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ
ছবি : সংগৃহিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দলগুলো যদি আন্তরিকভাবে কাজ করে, তবে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না। এজন্য তিনি সব রাজনৈতিক দলের আন্তরিক অংশগ্রহণ কামনা করেছেন।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জাতির কাছে সব দলের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নাসির উদ্দিন আচরণবিধি মানার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি পূর্ণরূপে পালন করবে এবং তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

আজ প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ মোট সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সংলাপে সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইসি বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদীর (নতুন দল) সঙ্গে মতবিনিময় করবে।

এর আগে গত ১৩, ১৬ ও ১৭ নভেম্বর দুই সেশনে ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow