প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 27, 2025 - 15:07
 0  1
প্রধান উপদেষ্টার সঙ্গে হেফাজত নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক

শাপলা চত্বরের রক্তাক্ত স্মৃতি আবারও উঠে এল আলোচনায়। শনিবার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনা'-য় হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৈঠকে ২০১৩ সালের শাপলা ট্র্যাজেডিতে হতাহতদের জন্য ক্ষতিপূরণ, ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়াও ফ্যাসিবাদি শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম সমাজের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা খলিল আহমদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফায়তুল্লাহ আজহারী।

সরকারি পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক ও আশাব্যঞ্জক’ বলে মন্তব্য করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow