ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Nov 19, 2025 - 13:14
 0  3
ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের উদ্যোগে এবং অন্তর্বর্তীকালীন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথলজি ইনচার্জ নুরুল আলম রাসেল, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট গোপাল চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ওবায়দুল্লাহ, রেডিও থেরাপিস্ট মোঃ আবুল কাশেম, ফার্মাসিস্ট মোঃ মোবারক হোসেন ও মোহাম্মদ সানাউল্লাহসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছি এবং জনগণের স্বাস্থ্য সেবায় নিয়োজিত আছি। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজ এই মানববন্ধনে অংশগ্রহণ করতে বাধ্য হচ্ছি।

বক্তারা আরও উল্লেখ করেন, আমাদের বঞ্চিত করে স্বাস্থ্য সেবায় অগ্রগতি সম্ভব নয়। আমাদের ন্যায্য অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১তম গ্রেডে কর্মরত। যদিও প্রকৌশল, কৃষি ও নার্সদের দশম গ্রেড প্রদান করা হয়েছে, স্বাস্থ্য খাতে কর্মরত আমরা এখনও এটি পাইনি।

বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবিলম্বে দশম গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow