শ্রীনগর বাজারে ধানের শীষে ভোট প্রার্থনা করলেন শেখ মোঃ আব্দুল্লাহ

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Nov 19, 2025 - 13:21
 0  6
শ্রীনগর বাজারে ধানের শীষে ভোট প্রার্থনা করলেন শেখ মোঃ আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে বুধবার দিনব্যাপী অলিগলি ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

সকাল থেকেই কলেজ রোড, স্বর্ণপট্টি, কাপড়পট্টি, চাউলপট্টিসহ বাজারের বিভিন্ন গলিতে হেটে হেটে তিনি জনসাধারণের কাছে ‘ধানের শীষ’ প্রতীকে ভোটের জন্য সমর্থন কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, জহিরুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক রজিন, কৃষকদলের আহ্বায়ক শেখ শাহ আলম এবং শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে ভোট প্রার্থনার এ কার্যক্রমকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow